• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:২৯
শ্রমিক নিহত বিদ্যুৎ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুই শ্রমিক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে লোহার রড দিয়ে একটি পুকুরের কচুরিপনা পরিষ্কারের সময় সেটি বিদ্যুত লাইনের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে তারা মারা যায়।

নিহত আল আমীন (৪০) উপজেলার ইকড়ি গ্রামের হারুন অর রশিদ মাতুব্বরের ছেলে এবং ইব্রাহিম মাতুব্বর (৩৪) একই গ্রামের ফেরেজ আলী মাতুব্বরের ছেলে।

উপজেলার ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, সকালে ইকড়ি গ্রামের মোস্তফা হাওলাদারের বাড়ির একটি পুকুরের কচুরিপনা পরিষ্কার করছিল আল আমীন ও ইব্রাহিম। এ সময় আল আমীনের হাতে থাকা একটি লোহার রড তাদের মাথার ওপরে থাকা পল্লী বিদ্যুতের লাইন স্পর্শ করে।

এ সময় আল আমীনকে বাঁচাতে গিয়ে ইব্রাহিমও বিদ্যুতায়িত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh