• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাকশী রেলওয়ে দপ্তরের বাসার বরাদ্দ বাতিল

পাবনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৬
বাসা বরাদ্দ বাতিল
ছবি: সংগৃহীত

পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তর পাকশীর আশেপাশের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বরাদ্দকৃত বাসা বাতিল ও ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

এসব বাসার জায়গায় রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের নিরাপত্তা বাহিনীদের ফোর্স বেইস নির্মাণ করা হবে। এ খবরে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে।

গেল ২৫ নভেম্বর সভার সিদ্ধান্ত অনুযায়ী পাকশী রেলওয়ের ১৪৯ একর ভূমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী আব্দুর রহিম জানান, হস্তান্তরকৃত এসব জমিতে বৈধভাবে বসবাসরত সকল কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অন্যত্র বসবাসের ব্যবস্থা করা হবে।

তবে স্থানীয়রা এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন। তাদের দাবি ব্রিটিশ আমলে গড়া এসব ভবন ও শত বছরের পুরানা গাছপালা কেটে ফেললে এলাকার সৌন্দর্য নষ্ট হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা তিন দিন শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহেও দুঃসংবাদ
তীব্র তাপপ্রবাহ বইছে চার জেলায়, বাড়বে অস্বস্তি
তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
X
Fresh