• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শরখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আর নেই

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৩:১০
মৃত্যু চেয়ারম্যান ইউপি সদস্য
উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকন (৫৯) মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর রাতে শরণখোলা উপজেলা পরিষদের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের চিকিৎসক ভোর ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কামাল উদ্দীন আকনের বড় ছেলে রায়হান উদ্দিন শান্ত এই তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার আছরের নামাজের পর রায়েন্দা পাইলট স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শরখোলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

কামাল উদ্দিন আকন প্রথমে রায়েন্দা সদরে ইউপি সদস্য নির্বাচিত হন। পরে দুইবার রায়েন্দা ইউপি চেয়ারম্যান এরপর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এর পূর্বে তার বাবা আলহাজ নাসির উদ্দিন আকন ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান।

তিনি দীর্ঘদিন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সর্বশেষ গেল ২৫ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh