• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পদ্মায় নৌকায় লাফিয়ে পড়লো ১৭ কেজি ওজনের কাতল

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯
কাতল মাছ নৌকা
পদ্মায় জেলের নৌকায় লাফিয়ে পড়া ১৭ কেজি ওজনের কাতলটি

পদ্মা নদীতে এক জেলের নৌকায় লাফিয়ে পড়েছে ১৭ কেজি ওজনের কাতল মাছ।

গতকাল বুধবার ভোরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামের জেলে মো. তৈয়ব মিয়ার নৌকায় ওই মাছটি লাফিয়ে ওঠে।

জানা যায়, প্রতিদিনের মতোই জেলে তৈয়ব মিয়া নৌকা নিয়ে মধ্য রাত থেকে মাঝ পদ্মায় জাল ফেলেন। ভোরের দিকে হঠাৎ তার নৌকায় লাফিয়ে ওঠে বড় সাইজের একটি কাতল মাছ। বহু কষ্টে তৈয়ব মিয়া মাছটিকে টেনে-হিঁচড়ে নৌকায় আটকাতে সক্ষম হন। পরে সকাল সাতটার দিকে মাওয়া ঘাটের হাজী মো. আ. মজিদ শেখের মৎস্য আড়তে বিক্রির উদ্দেশে নিয়ে আসেন মাছটি। এ সময় বিশাল আকৃতির কাতলা মাছটি একনজর দেখতে লোকজন আড়তে ভিড় জমায়।

মৎস্য আড়ৎ মালিক আ. মজিদ শেখ আরটিভি অনলাইনকে জানান, পদ্মায় ১৭ কেজির কাতল মাছ লাফিয়ে ওঠতে সচরাচর দেখা যায় না। এ সাইজের মাছ প্রথম দেখেছি।

তিনি আরও জানান, ১৭ কেজি ওজনের এ মাছটির দাম ওঠেছে ২১ হাজার টাকা। তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এ দামে কিনে নিয়ে ঢাকার পাইকারদের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
মাছ ধরতে গিয়ে ৪২ জেলে আটক
X
Fresh