• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

হাতিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮
ইয়াবা অস্ত্র মাদক
ইয়াবা ও অস্ত্রসহ কোস্টগার্ডের হাতে আটক শীর্ষ মাদক ব্যবসায়ী গুল আজাদ

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ইয়াবা, অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড।

গতকাল বুধবার গভীর রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরদোনা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম গুল আজাদ। তিনি হাতিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের লক্ষ্মীদিয়া গ্রামের মো. ইয়াছিনের ছেলে।

তার কাছ থেকে ৭২ পিস ইয়াবা, একটি শটগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শীর্ষ মাদক ব্যবসায়ী গুল আজাদ বুড়িরদোনা ঘাটে তার নিজ বাড়িতে অবস্থান করছিল। সে অনুযায়ী কোস্টগার্ড সদস্যরা বুধবার রাতে বাড়িটি ঘেরাও করে ফেলে। পরে গভীর রাতে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়। আজাদ হাতিয়ার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

এ ব্যাপারে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে আজাদকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা করেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
X
Fresh