• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম পুলিশের ট্রাফিক বিভাগে ছুটির আদলে ডে অফ প্রথা চালু

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৩০
চট্টগ্রাম পুলিশের ট্রাফিক বিভাগে ছুটির আদলে ডে অফ প্রথা চালু

প্রথমবারের মতো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও টিএসআই পদমর্যাদার কর্মকর্তাদের জন্য চালু হলো ডে অফ প্রথা। সপ্তাহের শুক্রবার ও শনিবার যেকোনও একদিন পালাক্রমে ছুটির আদলে ডে অফ ভোগ করতে পারবেন তারা।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে সম্প্রতি এ সাপ্তাহিক ডে অফ প্রথা চালু করা হয়েছে। যা গত দুই সপ্তাহ ধরে পরীক্ষামূলকভাবে দেখা হয়। সাপ্তাহিক ছুটির আদলে ডে অফ প্রথা চালু করার ফলে অফিসারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পিআর) আবু বকর সিদ্দিক বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ।

নতুন এই নির্দেশনার ফলে এখন থেকে সার্জেন্ট ও টিএসআই পদমর্যাদার কর্মকর্তারা পরিবারকে আরও সময় দিতে পারবেন। পর্যায়ক্রমে কর্মরত এএসআই, এটিএসআই, কনস্টেবল পদমর্যাদার পু্লিশ সদস্যরাও এ সাপ্তাহিক ডে অফ প্রথার আওতায় আসবেন বলে সিএমপির কর্মকর্তারা জানিয়েছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলে চড়ে অফিস পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
X
Fresh