• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ট্রাক্টরচাপায় দুই শিক্ষার্থী নিহত

রংপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৩
শিক্ষার্থী মৃত্যু সড়ক
ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলা বালুবোঝাই ট্রাক্টরের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার মহিয়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন, শঠিবাড়ী মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও মহিয়ারপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে সাব্বির হোসেন ও শঠিবাড়ী কবি বিদ্যাপীঠের প্রথম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের নজরুল ইসলামের সাত বছরের ছেলে ফারাবী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার শঠিবাড়ী থেকে বালুবাহী একটি ট্রাক্টর বালু নিয়ে ইটভাটায় যাচ্ছিল। পথে মহিয়ারপুর এলাকায় ট্রাক্টরটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক পথচারীসহ দুজন নিহত হন।

নিহত সাব্বির তার বাবার মোটরসাইকেলে করে শঠিবাড়ী কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে ট্রাক্টরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস আরটিভি অনলাইনকে বলেন, ঘাতক ট্রাক্টরের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
X
Fresh