• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বেনাপোলে কমছে পেঁয়াজের দাম

বেনাপোল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ ডিসেম্বর ২০১৯, ১৩:০৮
পেঁয়াজ দাম কম
ফাইল ছবি

দেশের অন্যান্য স্থানের ন্যায় দেশি পেঁয়াজ বাজারে আসায় বেনাপোলে সবজির বাজারে দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। মজুদদাররা পড়েছেন বিপাকে। অনেক পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ১৫০টাকা, পাকিস্তানি ১৬০ ও চায়না ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে দাম রয়েছে স্থিতিশীল।

ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধসহ কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দফায় দফায় বেড়ে যায় যায় পেঁয়াজের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমে গেছে ৭০ থেকে ১০০টাকা। নতুন পেঁয়াজ বাজারে আসা ও প্রশাসনের পক্ষে বাজার মনিটরিং করায় দাম কমেছে। সরবরাহ বাড়ায় দাম আরও কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা।

ক্রেতারা জানান বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করেছিল। অনেকের গুদামে নষ্ট হওয়ায় কম দামে বাজারে ছাড়া হচ্ছে পেঁয়াজ। দুই এক সপ্তাহের মধ্যে দাম আরও কমার আশা করছেন ক্রেতা ও বিক্রেতারা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪০০ সিসির পালসার বাজারে আসার আগেই ফাঁস হলো দাম
প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, তদন্তে কমিটি
স্বর্ণের দাম আরও কমলো
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
X
Fresh