• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাতিল নয় বিদ্যুতের প্রি-পেইড মিটার চায় সিরাজগঞ্জবাসী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ, আরটিভি অনলাইন

  ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪৯
মানববন্ধন বিদ্যুৎ প্রি-পেইড
বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির মানববন্ধন

সিরাজগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে শহরের প্রেসক্লাব নাজমুল চত্বরে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. জহুরুল হক রাজার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মির্জা ফারুক আহাম্মেদ, জেলা বিএমএর সাবেক সভাপতি ডা. আকরামুজ্জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, বেসরকারি-হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির যুগ্ম সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বকর ভুইয়া, আবু এহিয়া খান, নব কুমার কর্মকার ও কৃষকলীগ নেতা ফুলাদ হায়দার খান। মাববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, স্মাট প্রি-পেইড মিটার চালু, বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।