• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঘাস ফড়িংয়ের আক্রমণে ফসলের মাঠ যেন খড়ে পরিণত (ভিডিও)

এম মুখলেছুর রহমান খান, নেত্রকোনা উত্তর প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:০১

নেত্রকোনা সদর উপজেলায় বাদামী ঘাস ফড়িংয়ের আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে রোপা আমন ধানের। দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা ঠিক মতো পরিদর্শন না করায় এমন পরিস্থিতি। তবে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।

হেমন্তের পাকা ধানে ভরা ফসলের মাঠ যেন কৃষকের গোলাভরা সোনালী আনন্দ। কিন্তু এবছর নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া, লক্ষীগঞ্জ, কাইলাটী, রৌহা, মদনপুর, বাংলাসহ বেশ কিছু ইউনিয়নে বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণে সবুজ সতেজ ফসলের মাঠ এখন খড়ে পরিণত হয়েছে।

কষ্টের উৎপাদিত ফসল হারিয়ে কৃষক এখন দিশেহারা। তাদের অভিযোগ, পোকা দমনে কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও সহায়তা পাননি।

ফসলের ক্ষতির কথা স্বীকার করে কৃষকদের সহায়তা করার কথা জানান, নেত্রকোনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান।

কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ। তাই কৃষক বাঁচাতে ধানের ন্যায্য দাম এবং কৃষি বিভাগকে আরও তৎপর হওয়া দাবি সংশ্লিষ্টদের।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh