• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাদকমুক্ত নড়াইল গড়তে কনসার্ট

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৩৪
নড়াইল মাদক কনসার্ট
ছবি: সংগৃহীত

‘যুব সমাজই দেশের প্রাণশক্তি ও যুব সমাজ চললে সঠিক পথ উন্নত হবে দেশের ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে মাদকবিরোধী উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণ ড্রিংকিং ওয়াটারের আয়োজনে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।

কনসার্টের উদ্বোধন করেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

এ সময় তিনি বলেন, নড়াইলকে বাংলাদেশের মধ্যে প্রথম মাদকমুক্ত জেলা ঘোষণা করার জন্য কাজ করে যাচ্ছি। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে যা যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী তাই করে যাচ্ছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে নড়াইলকে মাদকমুক্ত জেলা করার জন্য কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ অচিরেই নড়াইলকে মাদকমুক্ত করতে পারব।

কনসার্টে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, প্রাণ বিভারেজ লিমিটেডের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, ব্রান্ড ম্যানেজার মো. আল আমিন সিকদারসহ বিপুল পরিমাণ দর্শক উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী এ কনসার্টে গান পরিবেশন করেন রেশমী, মীর্জা, পুলক, পুতুল, এলিজা ও হেমা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
নড়াইলে চলছে গ্রামীণ ক্রীড়া উৎসব
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬
মাদক সেবনে বাধা, বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা
X
Fresh