• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিষধর সাপ ও পোকার ভয়ে অনাবাদী চর (ভিডিও)

নজরুল ইসলাম বাঁধন, পাবনা

  ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৩২

পাবনার চর সদিরাজপুরে দেখা দিয়েছে বিষধর সাপ এবং পোকার আতঙ্ক। এরই মধ্যে বিষধর সাপের কামড়ে আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে বেশ কয়েকজন। এছাড়া বিষাক্ত পোকার কামড়ে মারা গেছেন এক ব্যক্তি।

বর্ষার পানি নেমে গেছে। পাবনার পদ্মার চরগুলোতে এখন পুরোদমে রবিশস্য চাষ করার কথা। অথচ সাপ আর বিষাক্ত পোকার ভয়ে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর সদিরাজপুর গ্রামের এই সুবিশাল চর এখনো অনাবাদী। কৃষকরা বলছেন, পানি নেমে যাবার পর ২৫০০ বিঘা আয়তনের সবচেয়ে উঁচু এ চরটিতে তারা দেখতে পান অপরিচিত সাপ ও পোকা মাকড়ের আনাগোনা।

জমির ঝোপ ঝাড় পরিষ্কার করতে গিয়ে সম্প্রতি বিষাক্ত পোকার কামড়ে মারা যান আফজাল কাজী নামে এক ব্যক্তি। এছাড়া সাপের কামড়ে গুরুতর আহত নজরুল নামের আরেক কৃষক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি। বন্যার কারণে সাপ ও পোকার উপদ্রব বেড়েছে বলে ধারণা তাদের।

আতঙ্কিত না হয়ে স্থানীয়দের সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
পাবনায় অপারেশনের সময় ২ প্রসূতির মৃত্যু
পাবনায় এক ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা
সর্বহারা নেতা রাজ্জাক হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫
X
Fresh