• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফতুল্লায় পরিবেশ দূষণ অভিযোগে চার ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:৪৪
ফতুল্লায় পরিবেশ দূষণ অভিযোগে চার ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালীন ইটভাটা ধ্বংসের একটি চিত্র।

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটা ও এর সব ইট ধ্বংস করে দেয়া হয়।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ইটভাটাগুলো বন্ধ দেয় পরিবেশ অধিদপ্তর। ইটভাটাগুলো হলো- শাহাবুদ্দিন ব্রিকস ১, মিসেস সাউথ আরমান ব্রিকস, এম এস বি ব্রিকস ও পপুলার ব্রিকস। অভিযানের সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ইটগুলো ধ্বংস এবং ভেকু দিয়ে ইটভাটা গুড়িয়ে দেন।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আক্তার।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ পরিচালক সাঈদ আনোয়ার জানান, পরিবেশের ছাড়পত্র না থাকা, পরিবেশ দূষণ করার পাশাপাশি আদালতের আদেশ অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয়েছে এবং ইটভাটা ধ্বংস করে দেয়া হয়েছে।

এজে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
X
Fresh