• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সদস্য নিহত

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৫১
নিহত সেনাবাহিনী দুর্ঘটনা
ফাইল ছবি

বরিশাল বানারীপাড়া উপজেলায় থ্রি হুইলার মাহিন্দ্রা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বরিশাল-বানারীপাড়া সড়কের গাবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তাজুল ইসলাম স্বপন (৫২)। তিনি সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তাজুল ইসলাম মোটরসাইকেলে করে নিজ বাড়ি বানারীপাড়ার চাখারের মাদারকাঠি থেকে বরিশালে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি গাবতলা নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি থ্রি হুইলার মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

জেলা ট্রাফিক পুলিশের বানারীপাড়ার দায়িত্বে থাকা সার্জেন্ট মো. আসাদ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
ঈদযাত্রায় সড়কে ঝরল ৪০৭ প্রাণ
স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
X
Fresh