logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

প্রাইভেটকার খাদে পড়ে পুলিশের এএসআইসহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:০৩
নিহত পুলিশ এএসআই
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার
ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার খাদে পড়ে পুলিশের এক এএসআইসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার দিনগত রাত তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুলিশের এএসআই আমিনুল ইসলাম (৩০)  ও তার শ্যালক জাহিদুল ইসলাম (২২)।

জানা যায়, গতকাল সোমবার দিনগত রাত তিনটার দিকে ময়মনসিংহ থেকে একটি প্রাইভেটকারে করে এএসআই আমিনুল ইসলাম ও তার শ্যালক জাহিদুল ভালুকার দিকে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অন্তত ১০ হাত খাদের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।

ত্রিশাল থানার এসআই আ. লতিফ আরটিভি অনলাইনকে জানান, এএসআই আমিনুল ইসলাম জেলার ফুলবাড়ীয়া থানায় কর্মরত ছিল। সাম্প্রতিক সময়ে তার সরকারি পিস্তল চুরি হওয়ার অভিযোগে তিনি ময়মনসিংহ পুলিশ লাইনে ক্লোজড ছিলেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মরদেহটি উদ্ধার করা হয়েছে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়