• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ ডিসেম্বর ২০১৯, ১৫:২৮
আটক মিয়ানমার নাগরিক
আটক মিয়ানমানের নাগরিক আবুল কালাম

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে দুই লাখ পিস ইয়াবাসহ এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে র‌্যাব।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আবুল কালাম (২০)। তিনি মিয়ানমারের মংডু জেলার মাংগালা গ্রামের মৃত ইউসুফের ছেলে।

র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের হাসান মিয়ার বাড়িসংলগ্ন জাদিমুরা এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে ইয়াবা বেচাকেনার জন্য জড়ো হয়েছেন মাদক কারবারিরা। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে বস্তাভর্তি দুই লাখ পিস ইয়াবাসহ আবুল কালামকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
X
Fresh