logo
  • ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২০, ২৩ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৯ জন, আক্রান্ত ২৯৭৭ জন, সুস্থ হয়েছেন ২০৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সিলেটে মসজিদের মিনার ভেঙে আহত ২

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০২ ডিসেম্বর ২০১৯, ১৫:০৭
মিনার সিলেট মসজিদ
সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের মিনারটি সংস্কার কাজের সময় ভেঙে পড়েছে
সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের সংস্কার কাজের সময় মিনার ভেঙে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সংস্কার কাজের সময় মসজিদের মিনারটি ভেঙে পড়ে। মিনারের সঙ্গে একটি বৈদ্যুতিক খুঁটিও হেলে পড়েছে। এতে করে নয়াসড়ক থেকে কাজিটুলা রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেটের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কারনাইন জানান, ঘটনার পর সিলেট কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ওখানে কাজ করছে। জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৯৬৫১ ১৪৩৮২৪ ৩৩০৬
বিশ্ব ১৮৯৯৬৮৫৫ ১২১৮৪৮২৮ ৭১১৫৮২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়