• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছিনতাইয়ে মাত্র ৩০ সেকেন্ড সময় নেন তারা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৭
ছিনতাই আটক সেকেন্ড
আটক ছিনতাইকারীরা

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান।

এ সময় তিনি বলেন, পুরো নগর জুড়ে ছিনতাই করে বেড়ায় তারা। স্টেশনে এসব ছিনতাইকারীর দৌরাত্ম্য বেশি। কয়েকটি গ্রুপে ভাগ হয়ে চার বা ততোধিক জন একত্রিত হয়ে পুরো নগর জুড়ে তারা ছিনতাই করে বেড়ায়।

গতকাল রোববার দিনগত রাতে নগরের নিউমার্কেট, রেলস্টেশন এলাকা থেকে চারটি ছোরা ও ১২ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেটসহ তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রাব্বী আল আহম্মদ এ গ্রুপের লিডার।

গত আট বছর ধরে তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও আটক অনেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। এসব ছিনতাইকারীরা ছিনতাই করতে মাত্র ৩০ সেকেন্ডের মতো সময় নেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
X
Fresh