• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাথায় জখম নারীর লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৬
নিহত স্বামী রেজাউল
নিহত রোজী ও তার স্বামী রেজাউল

চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে খুলশী থানার ঝাউতলায় ডিজেল কলোনির নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম রোজী আক্তার। তিনি বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহত রোজীর হাত বাঁধা, গলায় তার প্যাঁচানো এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী রেজাউল করিম পলাতক রয়েছেন। রেজাউল করিমও পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রহরী হিসেবে কর্মরত আছেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে।

তিনি আরও জানান, ডিজেল কলোনির রোজীর বাসার পেছনের দুই বাসা পরে তার আপন বোনের বাসা আছে। প্রতিদিন তারা দুপুরে ও রাতে বোনের বাসায় ভাত খেতেন। রোববার রাতেও ভাত খেয়ে দুজন নিজের বাসায় আসেন। সকালে রোজীর বোন এসে ঘরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

রোজীর স্বামী যেহেতু পলাতক, সেই হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, নিহত রোজীর স্বামীকে গ্রেপ্তার করতে পারলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী হাজতিকে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জন বদলি
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
X
Fresh