• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

খোকসা থানার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া, আরটিভি অনলাইন

  ০২ ডিসেম্বর ২০১৯, ১২:১৭
প্রত্যাহার কুষ্টিয়া ্ওসি
নিজ কার্যালয়ে ওসি মেহেদী মাসুদ

কুষ্টিয়ার খোকসা থানার ওসি মেহেদী মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল রোববার রাতে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজাদ রহমান।

তিনি বলেন, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে কুষ্টিয়া পুলিশ লাইনে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

পুলিশের একাধিক সূত্র জানায়, গেল ২৫ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলটির দ্বিধা-বিভক্ত নেতাকর্মী সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

এ সময়ে ওসির বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলেন রাজনৈতিক নেতারা। এসব ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার রাতে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয় থেকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজের একটি বার্তা খোকসা থানায় এসে পৌঁছায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি আক্ষেপ করে বলেন, আল মাছুম মোর্শেদ শান্তর জয় হয়েছে, ওসি মেহেদী মাসুদের পরাজয় হয়েছে।

এ আদেশ পাওয়ার পরে রাতেই ওসি মেহেদী মাসুদ তদন্ত ওসি ইদ্রিস আলীকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার 
বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি হাবিপ্রবি শিক্ষক সমিতির
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পেনশন নিয়ে প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি
টিসিবির চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার
X
Fresh