• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে লোকালয় থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, মধুপুর বনে উন্মুক্ত

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ ডিসেম্বর ২০১৯, ০৯:০৫
টাঙ্গাইলে লোকালয় থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, মধুপুর বনে উন্মুক্ত
টাঙ্গাইলে লোকালয় থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, মধুপুর বনে উন্মুক্ত

টাঙ্গাইলের সখীপুরে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। গেল শনিবার সন্ধ্যায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কাউচিচালা গ্রামের লোকালয় থেকে প্রায় ৩৫ কেজি ওজনের এ সাপটিকে উদ্ধার করা হয়। পরে রাতেই অজগর সাপটিকে মধুপুর বনে অবমুক্ত করে দেয়া হয়।

স্থানীয় বন বিভাগ জানায়, শনিবার কাউচিচালা গ্রামের লোকালয়ের একটি গাছে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ দেখে ধরে ফেলে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের স্থানীয় কর্মীরা। পরে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সাপটি হস্তান্তর করা হয়। পরে রাতেই মধুপুর বনে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এরশাদুল আলম বলেন, উদ্ধার করা অজগর সাপটি মধুপুর প্রাণী সংরক্ষণ উদ্যানে ছেড়ে দেয়া জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল বন বিভাগের সদর রেঞ্জ অফিসার এমরান আলী বলেন, অজগর ওই সাপটিকে উদ্ধারের পর মধুপুর বনে অবমুক্ত করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh