• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পরীক্ষার ল্যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিস্ফোরণ, আহত ৬

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ ডিসেম্বর ২০১৯, ২০:০২
পরীক্ষার ল্যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিস্ফোরণ, আহত ৬
ছবি: পরীক্ষার ল্যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিস্ফোরণে আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার পরে তোলা।

নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের কেমিস্ট্রি ল্যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ রোববার (১ ডিসেম্বর) বিকেলে কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নিয়ামুল ইসলাম (১৮), মো. সাফি (১৮), তৌহিদ চৌধুরী (১৯), রাকিব হাসান (২০), শাহারীয়ার জসিম (১৯) ও সারোয়ার (২০)। এরা সবাই কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট সূত্রে জানা গেছে, আজ বিকেলে কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের কেমিস্ট্রি ল্যাবে ব্যবহারিক পরীক্ষা হচ্ছিল। পরীক্ষা চলাকালীন বিকেল ৫টার দিকে ল্যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিস্ফোরণে ছয় শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তবে নওগাঁ সদর হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় গুরুতর আহত তিন শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা হলেন নিয়ামুল, মো. সাফি ও তৌহিদ চৌধুরী। আর বাকিদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এজে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
মধুপুরে আ.লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৬
X
Fresh