• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অস্ত্র আইনে জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ ডিসেম্বর ২০১৯, ১৮:১৮
অস্ত্র আইনে জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে অস্ত্র আইনে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত জেএমবির সদস্যের নাম আব্দুল মুনিব ওরফে মনিরুল (৩৫)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লা দিয়াড় সন্যাসী গ্রামে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০০৯ সালের ১৮ জুন দিনগত রাত দেড়টার দিকে পুলিশ জেএমবি সদস্য আব্দুল মুনিবের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ওয়ান শ্যুটারগান ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করে। ওই দিনই এসআই মিজানুর রহমান শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৩০ মার্চ শিবগঞ্জ থানার এসআই নূরে আলম সিদ্দিকী তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে অভিযোগপত্রের ভিত্তিতে আদালত আজ এ রায় প্রদান করেন।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘আব্বা বাহিনী’র আফতাবকে আত্মসমর্পণের নির্দেশ
X
Fresh