• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো দুই ভাইয়ের

জামালপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ নভেম্বর ২০১৯, ১৭:৫৭
মৃত্যু ভাই জমি
ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

গতকাল শুক্রবার দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউসুফ আলী (৪০) ও আব্দুল জলিল (৩৫)। তারা উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী গ্রামের হাজী হারান আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী দক্ষিণ লম্বাপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর দুই ছেলে হাজী হারান আলী ও সাবেক ইউপি সদস্য জাকির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

গতকাল শুক্রবার সকালে সানন্দবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় হাজী হারান আলীর লোকজন জমিতে ঘর তুলতে গেলে জাকির হোসেনের লোকজন অতর্কিত হামলা চালায়।

ওই হামলায় হাজী হারান আলী(৭৫) ও তার দুই ছেলে ইউসুফ (৪০), আব্দুল জলিল (৩৫), নাতি রিপন (১৫) গুরুতরভাবে আহত হন।

এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ইউসুফ ও আব্দুল জলিলের অবস্থার অবনতি হলে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ শনিবার সকালে ইউসুফ ও আব্দুল জলিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সানন্দবাড়ী ফাঁড়ি থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh