• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বন্য হাতির তাড়া খেয়ে যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ নভেম্বর ২০১৯, ১৭:৩৭
হাতি বন্য যুবক
ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির তাড়া খেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী যদুরচরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইদ্রিছ আলী (২২)। তিনি উপজেলার বাট্টাজোড় উজানপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গেল বৃহস্পতিবার থেকে যদুরচরে বন্য হাতির দলটি অবস্থান করছিল। এ সংবাদ পেয়ে এলাকাবাসী হাতির আক্রমণ থেকে ফসল ও ঘর-বাড়ি রক্ষার জন্য বাড়ির আশপাশে বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে রাখে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইদ্রিস আলী বন্ধুদের সঙ্গে নিয়ে যদুরচর এলাকায় হাতির পাল দেখতে যান। হঠাৎ হাতি তাড়া করলে ইদ্রীস আলী প্রাণ বাঁচাতে দৌড় দেন। এ সময় বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে পাশের একটি ডোবার পানিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত বন্য হাতির দলটি বকসিগঞ্জ সীমান্তে অবস্থান করছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
হাতিয়ায় দেখা মিলল বিষধর ‘ইয়েলো-বেলিড সি স্নেক’
X
Fresh