• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লোকালয়ে বিশাল বড় অজগর

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ নভেম্বর ২০১৯, ১৫:৩৫
অজগর উদ্ধার ২৫ কেজি
রাঙ্গাবালীর লোকালয় থেকে উদ্ধারকৃত ২৫ কেজি ওজনের অজগর

পটুয়াখালীর রাঙ্গাবালীর লোকালয় থেকে ২৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

গেল বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চর কাশেম খেয়াঘাট এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে ওই দিন রাতে গহিণখালী খেয়াঘাট সংলগ্ন সংরক্ষিত বনে বিশাল আকৃতির এই অজগর সাপটি অবমুক্ত করেছে স্থানীয় বন বিভাগ।

বন বিভাগ জানায়, চরকাশেম খেয়াঘাট এলাকায় বুধবার বিকেলে ১০ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বন বিভাগকে খবর দেন এবং খবর পেয়ে উপজেলা ও স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে এলাকার লোকজনের সহায়তায় বিশাল আকৃতির অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগ। পরে রাত আটটার দিকে এলাকার লোকজনের উপস্থিতিতে গহিণখালী খেয়াঘাট সংলগ্ন সংরক্ষিত বনে অজগরটিকে অবমুক্ত করে বন বিভাগ।

এ ব্যাপারে বন বিভাগের রাঙ্গাবালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, লোকালয়ে সাপটি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় এবং পরে অজগরটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তেই জিম্মিদের ফিরিয়ে দিবে হামাস
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
X
Fresh