• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রেশন নিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার চা শ্রমিক, গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ নভেম্বর ২০১৯, ১৬:১৯
গণধর্ষণ চা শ্রমিক
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রেশন নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী।

গেল ২১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর ১০ নম্বর প্লান্টেশন এলাকার চা বাগানে এই ঘটনা ঘটে।

এ ঘটনার ছয় দিন গতকাল বুধবার কমলগঞ্জ থানায় ধর্ষিতার ভাসুর মিলন গোমেজ একটি মামলা করলে পুলিশ ধর্ষক শুক্কু গোমেজকে গ্রেপ্তার করে।

জানা যায়, শুক্কু গোমেজ নিয়মিত ওই নারী চা শ্রমিককে উত্ত্যক্ত করতেন। তাকে নানাভাবে কুপ্রস্তাব দিতেন তিনি। ঘটনার দিন ওই নারী শ্রমিক চা বাগানের অফিস থেকে সাপ্তাহিক রেশন নিয়ে গারো টিলায় ফেরার পথে শুক্কু গোমেজ তাকে ধর্ষণ করেন। বাড়ি ফিরে নির্যাতনের শিকার নারী তার শশুরবাড়ির লোকজনকে ঘটনাটি জানান।

পরে পরিবারের লোকজন ঘটনাটি চা বাগান পঞ্চায়েত ও বাগান ব্যবস্থাপককে অবহিত করেন। ঘটনার দিন রাতেই বিষয়টি থানা কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয় এবং ধর্ষণের শিকার নারীকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতা ওই নারী এখনও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার পর পুলিশ গতকাল বুধবার মদমোহনপুর চা বাগানের নিজ বাড়ি থেকে শুক্কু গোমেজকে গ্রেপ্তার করে পুলিশ।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, ধর্ষণের অভিযোগে শুক্কু গোমেজ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
নারী হাজতিকে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জন বদলি
X
Fresh