উলঙ্গ বৃদ্ধকে নিজের ওড়না জড়িয়ে হাসপাতালে নিলেন কলেজছাত্রী
হাসপাতালের বিছানায় আহত অজ্ঞাতনামা বৃদ্ধ
ঝালকাঠি শহরতলীর বাসস্ট্যান্ড ইউনিয়নের লেশপ্রতাপ এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধকে পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার রাতে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরের পর থেকেই লেশপ্রতাপ গ্রামের সাতরাজ নামক স্থানের জঙ্গলের মধ্যে পায়ের রগ কাটা অবস্থায় এক বৃদ্ধকে পরে থাকতে দেখা যায়। সন্ধ্যার দিকে কয়েকজন কাছে গিয়ে দেখে তা পা থেকে অনেকগুলো কোপের চিহ্ন আর পা থেকে রক্ত ঝরছে। শরীরে কোনও কাপড় নেই।
পরে এক কলেজছাত্রী তার দুটি ওড়না এনে একটি শরীরে পরিয়ে অন্যটি ক্ষতস্থানে বেঁধে দিয়ে সদর হাসপাতালে নিয়ে যায়। বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানা পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে রোগীকে দেখে এসেছেন। অনেক লোক বৃদ্ধকে দেখলেও কেউ তাকে চিনতে পারেনি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুয়াল হোসেন আরটিভি অনলাইনকে জানান, বৃদ্ধের অনেক রক্তক্ষরণ হয়েছে। তার শরীর ভীষণ দুর্বল। তবে তিনি আশঙ্কামুক্ত। তার কোনও পরিচয় জানা যায়নি। একবার একটু জ্ঞান ফিরলে ২০ বস্তা চাল বাক্যটি উচ্চারণ করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবু তাহের মিয়া জানান, ওই ব্যক্তির জ্ঞান ফিরলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।
জেবি