• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুরির সঙ্গে পেঁয়াজ চাওয়ায় কাস্টমারকে মারধর

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ নভেম্বর ২০১৯, ১১:০৮
পুরি পেঁয়াজ মারধর
ফাইল ছবি

গাজীপুর মহানগরী টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি খাবার হোটেলে পুরি খাওয়ার সময় পেঁয়াজ চাওয়াকে কেন্দ্র করে হোটেল মালিকের সঙ্গে কথা কাটাকাটি ও মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

থানায় জিডি ও স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, গেল সোমবার সন্ধ্যায় গাজীপুরা আজিজ সুপার মার্কেট এলাকায় একটি খাবার হোটেলে কাজী শাওন নামে এক যুবক পুরি খেতে বসেন। এ সময় শাওন হোটেল মালিকের কাছে পুরির সঙ্গে পেঁয়াজ দাবি করেন। এ নিয়ে কাস্টমার শাওন ও হোটেলের মালিক মতিন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে মালিক মতিন মিয়ার পক্ষে কাজী আজিজুল হক, কাদির, ফয়েজ ও আজাদ নামে কয়েকজন কাজী শাওনকে গালিগালাজ ও মারধর করেন। পরে শাওনের ছোট ভাই কাজী শ্যামল এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে কাজী শাওনের পরিবারকেও দেখে নেয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার টঙ্গী থানায় জিডি করেন কাজী শাওন।

জেবি