• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ নভেম্বর ২০১৯, ১৬:৩৩
Mymensingh dies after death of electricity

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে জমিতে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গৌরীপুর উপজেলার ধোপাজাঙ্গালিয়া গ্রামের কৃষক আরশাদুল হক (৩৬) ও তার শিশু কন্যা জান্নাতুল অমি। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া ঘটনাটি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের কৃষক আরশাদুল হক (৩৬) তার তিন বছরের শিশু কন্যা জান্নাতুল অমিকে কোলে নিয়ে পুকুর থেকে জমিতে সেচ দেয়ার জন্য পাম্প চালু করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার শিশু কন্যা জান্নাতুল অমি আহত হয়। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অমিকে মৃত ঘোষণা করেন।

এদিকে বাবা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
হাতিয়ায় ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, বন্ধ করলেন এসিল্যান্ড
বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রি নিহত
X
Fresh