• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও, আরটিভি অনলাইন

  ২৩ নভেম্বর ২০১৯, ১৬:৫০
বাস ধর্মঘট আন্তঃজেলা
প্রতীকী ছবি

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হলেও শ্রমিকদের হামলার আশঙ্কায় ঠাকুরগাঁওয়ে বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস চলাচল। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গতকাল শুক্রবার বিকেল থেকে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা।

বাস মালিক সিরাজ আরটিভি অনলাইনকে জানান, নতুন সড়ক পরিবহন আইন নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ রয়েছেন। পরিবহন ধর্মঘট চলমান না থাকলেও কিছু কিছু এলাকায় শ্রমিকরা গাড়িতে হামলা করছেন। এতে পরিবহনের ক্ষতির আশঙ্কায় তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা জব্বার আরটিভি অনলাইনকে জানান, কিছু কিছু শ্রমিকের মারমুখী আচরণের কারণে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম আরটিভি অনলাইনকে বলেন, পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই সমস্যার সমাধান হবে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
X
Fresh