• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রাজবাড়ীতে খননের এক বছরের মধ্যে নদী দখল (ভিডিও)

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ নভেম্বর ২০১৯, ১৮:১২

খননের এক বছরের মধ্যেই রাজবাড়ীর হড়াই নদী দখল করে বাঁধ দিয়েছে প্রভাবশালী একটি মহল। এতে নদীটির পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে নদীটির আশপাশের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকেরা বিপাকে পড়েছে।

তবে নদীটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে ২১ কোটি টাকা ব্যয়ে মৃতপ্রায় রাজবাড়ীর হড়াই নদীর ৩২ কিলোমিটার এলাকা খনন করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এক বছর পার না হতেই নদীটি দখল করে বাঁধ দিয়েছে প্রভাবশালী একটি মহল। ফলে নদীর আশপাশের মাঠে পানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে মাঠের ফসল নষ্ট হয়ে কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে বাঁধটি অপসারণ করা হয়েছে। এ কারণে এক দখলদার স্থানীয়দের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

মামলার বিষয়ে তাপস কুমার রায় নামের এক দখলদার বলেন, আমরা বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় করে নদীটি ব্যবহার করছি।

এ বিষয়ে বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজীব বলেন, নদীটিতে বাঁধ নির্মাণের বিষয়টি নজরে এলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁধ অপসারণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকচাপায় শিশু নিহত, ট্রাকে আগুন দিলো এলাকাবাসী
ম্যাজিস্ট্রেট দেখে কমে গেল পেয়াজ ও তরমুজের দাম 
ফেরি থেকে নামতে গিয়ে ট্রাক নদীতে
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, ২ বন্ধু নিহত
X
Fresh