• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ নভেম্বর ২০১৯, ১৭:৫১
সাতক্ষীরা আড়াই কোটি স্বর্ণ

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে চার কেজি ৬৬৮ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। শুক্রবার সকালে বিজিবির একটি টহল দল এই সোনা আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দীন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহল দল ওৎ পেতে ছিল।

তাদের তথ্য মতে, একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের সামনে পড়ে। এসময় বিজিবিকে দেখে তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে একটি পলিথিনে মোড়ানো এ স্বর্ণগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, এর ওজন চার কেজি ৬৬৮ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি আশি লাখ টাকা। তবে স্বর্ণ পাচারকারিদের আটক করতে পারেনি বিজিবি।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
স্বর্ণের দাম আরও কমলো
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
X
Fresh