• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ নভেম্বর ২০১৯, ১৪:৩৭
ধর্মঘট প্রত্যাহার সড়ক
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বাজার স্টেশনের বিভিন্ন কাউন্টার থেকে ঢাকাগামী বাসগুলো চলাচল শুরু হয়। অন্যদিকে সিরাজগঞ্জ কেন্দ্রীয় এমএ মতিন বাস টার্মিনাল থেকে বেলা ১২টার পর অভ্যন্তরীণ ও আন্তঃজেলার বাস চলাচলও শুরু হয়। এরপর ট্রাক টার্মিনাল থেকেও ট্রাক চলাচল শুরু হয়।

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, শ্রমিক পরিবহন ফেডারেশনের কার্যকরী সভাপতি, সাবেক মন্ত্রী শাহজাহান খান আমাদের দাবিগুলি সমাধানের আশ্বাস দেওয়ায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করে বাস চলানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সরকার যদি সময়মতো আমাদের দাবিগুলি মেনে না নেয় তাহলে আরও কঠোর অন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে।

এদিকে বন্ধবন্ধু সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ শহিদ আলম।

প্রসঙ্গত, সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলসহ নয় দফা দাবি আদায়ে গেল বুধবার থেকে অঘোষিত পরিবহন ধর্মঘট শুরু হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
X
Fresh