• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেত্রকোনায় ১০ ফুট লম্বা বন্য অজগর আটক

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ নভেম্বর ২০১৯, ১৮:৫৪
অজগর সাপ কৃষক
কৃষকের গোয়ালঘর থেকে আটক অজগর সাপ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি বন্য অজগর লোকালয়ে চলে আসলে স্থানীয়রা আটক করে সাপটিকে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বয়রাতলী গ্রাম থেকে ১০ ফুট লম্বা সাপটিকে আটক করে স্থানীয় জনতা। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় থেকে খাদ্য সংগ্রহে লোকালয়ে চলে আসে সাপটি। পরে বয়রাতলী গ্রামের জাহাঙ্গীর কবির কাজলের বাড়ির গোয়াল ঘরে আশ্রয় নেয়।

সকালে বাড়ির কাজের লোক নয়ন মিয়া গোয়ালঘর থেকে ধানের বস্তা বের করতে গিয়ে সাপটিকে দেখে। পরে স্থানীদের সহায়তায় নয়ন মিয়া সাপটিকে আটক করে দুর্গাপুর উপজেলা প্রশাসনের কাছে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম অজগর সাপটিকে পুনরায় বনে ছাড়ার জন্য বনবিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করেন।

দুপুরে বন বিভাগের কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. মাহাবুবুল আলম, ডিএসবি মুজাহিদুর রহমান, শিশু ছায়া সংগঠন সদস্য ও সাংবাদিক রিফাত আহমেদ রাসেল ও রাজেশ গড়ের সহায়তায় গোপালপুর পাহাড়ে সাপটিকে অবমুক্ত করা হয়।