logo
  • ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, ৬ আশ্বিন ১৪২৭

দিনাজপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

  হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

|  ২১ নভেম্বর ২০১৯, ১৬:১৩
স্থাপনা অবৈধ রাস্তা
ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হচ্ছে রাস্তার পাশের অবৈধ স্থাপনা
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। অভিযানটি বিরামপুরের উপজেলার রেলগমুটি থেকে শুরু করে বেলডাঙা মোড় পর্যন্ত পরিচালিত হয়। 

বৃহস্পতিবার সকাল থেকে সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সড়কের দুই পাশের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা কয়েক শতাধিক দোকান, বাড়ি-ঘর, গোডাউন, বহুতল ভবন, মার্কেটসহ একাধিক ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 

এসময় অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লীবিদ্যুতের সদস্যরা ।

এ বিষয়ে দিনাজপুর জেলা সওজের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা আরটিভি অনলাইনকে বলেন, উচ্ছেদ অভিযানের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল এবং  মাইকিং করে দখলদারদেরকে স্থাপনা সরানোর জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হয়। এর পরেও তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান চলবে আগামীকাল পর্যন্ত।

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়