• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ নভেম্বর ২০১৯, ১৬:০৩
ফেরিঘাট বন্ধ সাময়িক
জৌকুড়া ফেরিঘাট

জৌকুড়া ঘাট ও নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে রাজবাড়ী সদরে নাব্যতা সংকটের কারণে জৌকুড়া ঘাট লোলেভেলে নামানো ও মেরামত এবং পাবনার নাজিরগঞ্জ ঘাট স্থানান্তরের কাজ চলতে থাকায় জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ।

ফেরি চলাচলের সুবিধার্থে উভয় ঘাট মেরামতের জন্য আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এ রুটের ফেরি চলাচল বন্ধ থাকবে জানিয়ে রাজবাড়ী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

রাজবাড়ীর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) কে বি এম সাদ্দাম হোসেন ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মার পানি অস্বাভাবিকভাবে কমছে। ফলে নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। সংকট কাটাতে এ নৌরুটের রাজবাড়ীর প্রান্তের জৌকুড়া ঘাটের সংস্কার এবং পাবনার নাজিরগঞ্জ প্রান্তের ঘাট স্থানান্তরে কাজ চলছে। এজন্য সাময়িকভাবে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
মার্কেন্টাইল ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা
তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোটের তারিখ ঘোষণা
X
Fresh