• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের স্টিকার ব্যবহার করে মাদক বিক্রির সময় আটক যুবক

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ নভেম্বর ২০১৯, ১৫:২৬
যুবক আটক ফেনসিডিল
র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক যুবক

জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আব্দুল হালিম (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গেল মঙ্গলবার রাতে পৌর শহরের শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গতকাল বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।

আটক আব্দুল হালিম নেত্রকোনার বারহাট্টা উপজেলার দশদার পালপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটক আব্দুল হালিম পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে একটি প্রাইভেটকারে পুলিশ লেখা স্টিকার লাগিয়ে ঢাকা নিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৬৬৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
X
Fresh