• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ১৫:৫১
বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার
বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার

সড়ক পরিবহনের নতুন আইন কার্যকর করার প্রতিবাদে বরিশালে চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ সব পথে বাস চলাচল শুরু হয়।

কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বরিশালের পরিবহনশ্রমিকরা কর্মবিরতি যায়। পরে আজ বুধবার সকালে তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

জাহাঙ্গীর হোসেন বলেন, আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে দুই দিন (২১ ও ২২ নভেম্বর) শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভা রয়েছে। সভায় যে সিদ্ধান্ত হবে, সে অনুযায়ী তারা পরবর্তী কর্মসূচি দেবেন।

এদিকে বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এক যাত্রী বলেন, হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়ে অনেক যাত্রী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট
X
Fresh