• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামেই মজুদ আছে সাড়ে তিন লাখ মেট্রিক টন লবণ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ১৫:০৮
লবণ মজুত চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় এখনও সাড়ে তিন লাখ মেট্রিক টন লবণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামে লবণ মিল মালিক সমিতির সঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন।

যে লবণ মজুদ আছে তাতে ছয় মাসের মধ্যে লবণ সংকটের কোনও সম্ভবনা নেই বলেও জানিয়েছেন তিনি। এ সময় জেলা প্রশাসক বলেন, যদি কেউ লবণ মজুদ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ত্রিশ টাকার ওপরে কেউ লবণ বিক্রি করতে পারবেন না। আর সাধারণ লবণের দাম হবে ২২ টাকা।

সভায় মিল মালিকরা জানিয়েছেন, তাদের কাছে প্রচুর পরিমাণে লবণ আছে। লবণ সংকটের কোনও সম্ভবনা নেই।