ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবলীগ নেতা নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার আমতলী সড়কের পলাশডাঙ্গী ঘোড়ামারা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চিরিরবন্দর উপজেলা যুবলীগ নেতা আশিকুর রহমান (৩০) ও দেবেশ চন্দ্র রায় (২৮)।
জানা গেছে, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে নিহত দুজন আমতলী সড়কের পলাশডাঙ্গী ঘোড়ামারা মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি