• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পরিবহন ধর্মঘটে স্থবির রংপুর

রংপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ১৪:১৯
অচল রংপুর বাস
ফাইল ছবি

সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত ও সংশোধনের দাবিসহ নয় দফা দাবিতে বিভাগীয় নগরী রংপুরেও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

বুধবার সকাল ছয়টা থেকে এ কর্মবিরতি চলছে। নগরীর টার্মিনাল ও ট্রাকস্ট্যান্ড ঘুরে দেখা যায় সকাল থেকে পণ্য পরিবহনে কোনও ট্রাক চলাচল করছে না।

বিভাগের আট জেলার সকল রুটে ট্রাক মালিক শ্রমিকরা একাত্মতা ঘোষণা করে তারা এই কর্মবিরতি পালন করছে। এতে মালামাল ও পণ্য পরিবহনে ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী।

এছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে খুব বেশি সংখ্যক বাসও চলাচল করছে না। কিছুসংখ্যক দূরপাল্লার বাস ও বিআরটিসি বাস চলাচল করলেও যাত্রীদের পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে।

এ বিষয়ে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, আমরা রংপুর বিভাগে বাস ধর্মঘটের ঘোষণা না দিলেও শ্রমিকরা বাস চালাতে অপারগতা জানালে সড়কে বাস চলাচল কিছু কম।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অষ্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু 
রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
রাজধানীর নাজিমুদ্দিন রোডে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
X
Fresh