• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পরিবহন ধর্মঘটে অচল কুমিল্লা

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ১৪:০৮
ধর্মঘট অচল কুমিল্লা
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে কুমিল্লা।

বুধবার সকাল থেকে জেলায় পরিবহন ধর্মঘট চলছে।কুমিল্লা নগরীর প্রধান বাসস্ট্যান্ড শাসনগাছা, জাঙ্গালিয়া ও চকবাজার এ তিনটি আন্ত:জেলা বাসস্ট্যান্ডসহ কোনও স্ট্যান্ড থেকেই গাড়ি না ছাড়ায় শতশত যাত্রী অপেক্ষা করতে দেখা যায়।

জেলার কোথাও কোনও যানবাহন চলাচলের খবর শোনা যায়নি।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিল অনেকটাই ফাঁকা। দূরপাল্লার কোনও যাত্রীবাহী বাস ও ট্রাক চলাচল করতে দেখা যায়নি।

বেলা ১২টা থেকে নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সামনের সড়কে গাছের গুঁড়ি ও ড্রাম ফেলে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এ সময় তারা পরিবহন আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করে সড়কে অবস্থান করে।

এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে দুই একটা মালামাল আনা নেয়ার কাজে ট্রাক দেখা গেলেও চোখে পড়েনি কোনও যাত্রীবাহী বাহন।

পদুয়ার বাজার বিশ্বরোড ও জাঙ্গালীয়া বাসস্ট্যান্ডে যানবাহনের জন্য হাজারও যাত্রীর হাহাকার ছিল লক্ষণীয়।

শ্রমিক নেতারা বলেন, পরিবহন আইনে শ্রমিকের স্বার্থ পরিপন্থী ধারাগুলোর সংশোধন চাই। তা না হলে অনেক শ্রমিককে বিনা দোষেই সাজা ভোগ করতে হবে।

এ বিষয়ে তিশা প্লাস সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক দুলাল হোসেন অপু জানান, কেন্দ্রীয়ভাবে এমন সিদ্ধান্ত হয়নি। এটা পরিবহন ধর্মঘট নয়। দাউদকান্দি টোলপ্লাজায় ট্রাক লরির ধর্মঘট চলার সময় কুমিল্লা শাসনগাছা থেকে ছেড়ে যাওয়া এশিয়া ও তিশা পরিবহনের যাত্রীবাহী বাসের ওপর হামলার পরিপ্রেক্ষিতে জেলা পরিবহন চালক ও হেলপারদের অঘোষিত ধর্মঘট চলছে। এটা কোনও কেন্দ্রীয় ধর্মঘট নয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ক্রয় পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ
স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
কুমিল্লায় বাংলা নববর্ষ উদযাপিত
X
Fresh