• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ১০:১৮
বাস ধর্মঘট ভোগান্তি যাত্রী
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত ও সংশোধনসহ নয় দফা দাবি আদায়ে সিরাজগঞ্জে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘটের সঙ্গে যোগ দিয়েছে বাস, মিনিবাসসহ সকল গণপরিবহন মালিক ও শ্রমিকরা।

সকাল থেকে সকল গণপরিবহন বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে শত শত মানুষ।

সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনাল থেকে সকালে দূরপাল্লার ২-১টি বাস ছেড়ে গেলেও পরে তারা আবার ফিরে আসে।

এরপর থেকে আর কোনও বাস চলাচল করতে দেখা যায়নি। এছাড়া সিএনজি অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। ট্রাক, বাস ও সিএনজি বন্ধ থাকায় সকাল থেকে শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: লবণের গুজব ঠেকাতে মসজিদে মাইকিং
---------------------------------------------------------------

বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন ধর্মঘট চলার কারণে সিরাজগঞ্জের পরিবহনগুলো গতকাল বাধাপ্রাপ্ত হয়। তাই বাধ্য হয়েই তারা পরিবহনগুলি বন্ধ রেখেছেন।

অন্যদিকে ট্রাক মালিক ও শ্রমিক নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ধর্মঘট পালন করছেন।

আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক আছে সেখানে যে সিদ্ধান্ত হয় তারা সে অনুযায়ী কর্মসূচি পালন করবেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
ময়মনসিংহে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
X
Fresh