logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬

সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২০ নভেম্বর ২০১৯, ১০:১৮ | আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৩:৪৯
বাস ধর্মঘট ভোগান্তি যাত্রী
ছবি: সংগৃহীত
সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত ও সংশোধনসহ নয় দফা দাবি আদায়ে সিরাজগঞ্জে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘটের সঙ্গে যোগ দিয়েছে বাস, মিনিবাসসহ সকল গণপরিবহন মালিক ও শ্রমিকরা।

সকাল থেকে সকল গণপরিবহন বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে শত শত মানুষ।

সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনাল থেকে সকালে দূরপাল্লার ২-১টি বাস ছেড়ে গেলেও পরে তারা আবার ফিরে আসে।

এরপর থেকে আর কোনও বাস চলাচল করতে দেখা যায়নি। এছাড়া সিএনজি অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। ট্রাক, বাস ও সিএনজি বন্ধ থাকায় সকাল থেকে শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: লবণের গুজব ঠেকাতে মসজিদে মাইকিং
---------------------------------------------------------------

বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন ধর্মঘট চলার কারণে সিরাজগঞ্জের পরিবহনগুলো গতকাল বাধাপ্রাপ্ত হয়। তাই বাধ্য হয়েই তারা পরিবহনগুলি বন্ধ রেখেছেন।

অন্যদিকে ট্রাক মালিক ও শ্রমিক নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ধর্মঘট পালন করছেন।

আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক আছে সেখানে যে সিদ্ধান্ত হয় তারা সে অনুযায়ী কর্মসূচি পালন করবেন।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়