লবণ ক্রেতার চাপে দোকান বন্ধ
টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন
| ২০ নভেম্বর ২০১৯, ০৯:২২ | আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১০:২১

টাঙ্গাইলে লবণের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আরো পড়ুন: লবণের দাম বেশি রাখায় আট লাখ টাকা জরিমানা
--------------------------------------------------------------- এ ব্যাপারে ওই বাজার সমিতির সভাপতি আব্দুল বারেক মিয়া বলেন, হঠাৎ করে গুজব শুরু হয় বাজারে লবণের দাম বৃদ্ধি পেয়েছে। আর এতে করে লবণের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। তবে লবণের দাম বৃদ্ধি করা হয়নি। ৭৪ কেজির প্রতি বস্তায় লবণ বিক্রি হচ্ছে ৮৫০ টাকায় ২৫ কেজির লবণের বস্তা বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। এছাড়া এসিআই কোম্পানির লবণ ২৫ কেজির প্রতি বস্তায় ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ব্যাপারে বাজার সমিতির সাধারণ সম্পাদক জোয়াহের আলী বলেন, আমাদের এ বাজারে দুই থেকে তিনটি লবণের দোকান রয়েছে। কোনও দোকান থেকেই লবণের দাম বেশি নেয়া হচ্ছে না। দোকানগুলোতে পর্যাপ্ত পরিমাণে লবণ রয়েছে। গুজবের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান বলেন, লবণের দাম বাড়ার মতো কোনও কারণ নেই। লবণের দাম বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ গুজব। একটি সিন্ডিকেট মানুষকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে আমরা তৎপর রয়েছি। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান করা হয়েছে। বাজারের প্রতিটি দোকানেই লবণের দাম স্বাভাবিক রয়েছে। এছাড়া কেউ যেন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে লবণ বিক্রি না করেন সে বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ক্রেতারা সঠিক দামেই লবণ কিনছেন। আর কারণে অভিযানে কাউকে জরিমানা করা হয়নি। তবে এ ধরনের গুজব ছড়িয়ে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।বাজারে দাম নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান চলবে। জেবি