• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লবণ ক্রেতার চাপে দোকান বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ০৯:২২
লবণ দোকান বন্ধ
টাঙ্গাইলে লবণের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হঠাৎ করেই টাঙ্গাইলে লবণের বাজারে অস্থিরতার সৃষ্টি হয়েছে। লবণের দাম কেজি প্রতি প্রায় একশ’ থেকে একশ’ বিশ টাকায় বিক্রি হচ্ছে এমন গুজবে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন লবণ কিনতে।

গেল সোমবার বিকেল থেকে গুজব ছড়ালেও সন্ধ্যার পর থেকে তা প্রচণ্ড আকারে ছড়িয়ে পড়ে। যা গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। আর এতে ক্রেতাদের সামাল দিতে দোকানিদের বেগ পেতে হচ্ছে।

এদিকে টাঙ্গাইল শহরের বাজারগুলোতে লবণের দাম বৃদ্ধি পেয়েছে এমন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। তবে এ অভিযানে সত্যতা না পেয়ে কাউকে জরিমানা করা হয়নি। পাশাপাশি ব্যবসায়ীদের অতিরিক্ত দাম না নিতে নির্দেশনা এবং কারও কারও কাছ থেকে মুচালেখা নেয় ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, প্রতি কেজি লবণের দাম একশ’ থেকে একশ’ বিশ টাকা হচ্ছে এমন গুজবে বিভ্রান্ত হয়ে বেশি মুনাফা লোভে বিভিন্ন বাজারের বিক্রেতারা লবণ বিক্রি করা বন্ধ করে দিয়েছেন।