• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হিলিতে লবণের বাজারে অভিযান, এক লাখ টাকা জরিমানা

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ নভেম্বর ২০১৯, ১৮:৫৫
হিলি, লবণের বাজার, অভিযান, জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুহূর্ত।

হিলিতে লবণ সংকট গুজব ছড়িয়ে বাড়তি দামে লবণ বিক্রির দায়ে ৪টি দোকানে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে হঠাত করে হিলি বাজারে লবণ সংকট গুজব ছড়িয়ে পড়লে বেশি দামে লবণ বিক্রি শুরু করে দোকানিরা। এসময় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।

লবণ বেশি দামে বিক্রির দায়ে বাজারের চারটি দোকানীকে ১ লাখ টাকা জরিমানা করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম বলেন, লবণের সংকট ছড়িয়ে বাড়তি দামে লবণ বিক্রির দায়ে আমরা ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছি। অভিযান অব্যাহত থাকবে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: গুজবে লাইন দিয়ে লবণ কিনছেন ক্রেতারা
---------------------------------------------------------------

তিনি আরও বলেন, দেশে লবণের কোন সংকট নেই বা সংকট হবেও না। দেশের বিভিন্ন কোম্পানি গুলোর সাথে আমাদের কথা হয়েছে তাদের কাছে পর্যাপ্ত লবণ আছে। আপনারা গুজবে কান দিবেন না। গুজবে কান দিয়ে দেশের লবণের বাজার অস্থিতিশীল করে তুলবেন না।

উল্লেখ্য, লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নম্বর হচ্ছে: ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (সেল ফোন)। লবণ সংক্রান্ত যে কোনও তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

জিএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
X
Fresh