• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গুজবে লাইন দিয়ে লবণ কিনছেন ক্রেতারা

দিনাজপুর প্রতিনিধি

  ১৯ নভেম্বর ২০১৯, ১৬:৫৪
গুজবে লাইন দিয়ে লবণ কিনছেন ক্রেতারা
গুজবে লাইন দিয়ে লবণ কিনছেন ক্রেতারা

দিনাজপুরে লবণের দাম বৃদ্ধির গুজবে দোকানে দোকানে লাইনে দাড়িয়ে লবণ কিনছেন ক্রেতারা।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে হঠাৎ লবণের গুজব ছড়িয়ে পড়লে সদরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজারে মানুষের ভিড় জমে।

অনেকে লাইনে দাড়িয়ে লবণ কিনতে দেখা যায়। দিনাজপুরের বাহাদুর বাজার, চকবাজার, উপশহর বাজার, পুলহাটসহ বিভিন্ন বাজারের একই চিত্র।

এদিকে শুধু শহরে নয় এই গুজব ছড়িয়ে পড়ে জেলার ১৩টি উপজেলায়। ক্রেতারা বলছেন, পেঁয়াজের মতো লবণের দামও বেড়ে যাবে তাই তারা লবণ কিনছেন। অনেক দোকানদার এই সুযোগ কাজে লাগিয়ে বেশি দামে লবণ বিক্রি করছেন। বিক্রেতারা বলছেন, তারা ন্যায্য দামেই লবণ বিক্রি করছেন।