• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভরা বাজারে কামড়ে এক শিক্ষকের ঠোঁট ছিঁড়ে নিলেন আরেক শিক্ষক

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ নভেম্বর ২০১৯, ১৩:৫৬
শিক্ষক ঠোঁট ছিঁড়ে
ফাইল ছবি

মাগুরার শালিখা উপজেলায় এক শিক্ষকের ঠোঁট ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে আরেক শিক্ষকের বিরুদ্ধে।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) হলে নিজ স্কুলের ছাত্রীদের অন্য স্কুলের এক শিক্ষক ‘বেয়াদব’ বলা জেরে এমন ঘটনা ঘটিয়েছেন উপজেলার মশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল মজুমদার। ভুক্তভোগী শিক্ষক হলেন নাঘোষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রীপতি বিশ্বাস।

সোমবার সন্ধ্যায় উপজেলার ধনেশ্বরগাতি বাজারে এ ঘটনা ঘটে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগী শিক্ষককে।

স্থানীয়রা জানান, চলমান পিএসসি পরীক্ষায় শালিখা উপজেলার থৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অংশ নিচ্ছে একই উপজেলার মশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।